পরিবারের সাথে বুধবার দুবাই রওনা দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। প্রায়ই পরিবারকে নিয়ে ঘুরতে চলে যান অভিনেত্রী। সেই সব ভিডিও মুহূর্ত শেয়ার করে থাকেন রাজ পত্নী।
তবে এবার বেস্ট ফ্রেন্ড পৌলমীর জন্মদিন উদযাপনেই দুবাই উড়ে গেছেন বন্ধু এবং নিজের পরিবারকে নিয়ে। ইউভান আর ইয়ালিনিও রয়েছে সঙ্গে। তবে এয়ারপোর্টের শেয়ার করা ছবিগুলিতে দুই খুদের ছবি দেখা যায়নি।
সম্প্রতি শুভশ্রী ফ্যান ক্লাব থেকে শেয়ার করা রিলে দেখা যাচ্ছে দুষ্টুমিতে মেতে দুই ভাই-বোন। ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ালিনি মজার মজার মুখভঙ্গি করছে। মাথার উপর টিকিটাকে নারাচ্ছে আর বোনের কান্ড দেখে হাসি থামছে না দাদা ইউভানের।
View this post on Instagram