মাত্র ৪ বছরেই মেডেল পেল ইউভান, গর্বিত মাম্মা শুভশ্রী গাঙ্গুলি

শুভশ্রী গাঙ্গুলি

জন্ম হওয়ার পর থেকেই টলিপাড়ার স্টার কিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-র পুত্র এবং কন্যা সন্তান। ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনির বড় হওয়ার কোনও মুহূর্তে মুহূর্তই ফ্রেমবন্দি করতে ছাড়েন না মাম্মা। নেটিজেনরাও মুখিয়ে থাকেন। নেটিজেনরাও মুখিয়ে থাকনে ভাই-বোনকে এক ঝলক দেখার জন্য।

ইউভানের বয়স এখন ৪। প্রি-স্কুলের গন্ডি পেরিয়ে এখন সে বড় স্কুলে পড়ে। এবার ছোট বয়সেই স্কুল থেকে মেডেল জিতলেন ইউভান। স্কুল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ইউভান। মেডেল জিতেছে সে। স্বাভাবিক ভাবেই ছেলের এই জয়ে খুশি ইউভানের বাবা-মা।

ইউভানের মেডেল পাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ‘সন্তান সন্তান #চ্যাম্পিয়ান’। ছবির কমেন্ট বক্সে শুভশ্রী লেখেন, “আমি গর্বিত মা।”