প্রথমবার স্কুলের অনুষ্ঠানে জমিয়ে নাচ ছোট ইউভানের, ছেলের পারফর্ম্যান্সে গর্বিত মা শুভশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

কিছুদিন আগেই প্রি স্কুল ছেড়ে বড় স্কুলে পা রেখেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ছোট ইউভান। কলকাতার এক নামী স্কুলে পড়াশুনো করছে ইউভান। এই প্রথমবার স্কুলের প্রোগেম পারফর্মেন্স করল ছোট ইউভান। ছেলের পারফর্মেন্স দেখে গর্বিত মা শুভশ্রী।

শুভশ্রী গাঙ্গুলি তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের কোনও এক অনুষ্ঠানে মঞ্চে খুদেদের সঙ্গে রয়েছে ইউভান। কমলা পোশাক পরে গানের তালে তালে মঞ্চে স্কুলের বাচ্চাদের সাথে নাচছে সে।

ছেলের প্রথম পারফর্মেন্সে বেজায় খুশি হয়েছেন ভক্তরা। এদিন ভিডিও পোস্ট করে শুভশ্রী লেখেন, আমার সোনা, আমার সোনা, আমার সোনা।’ ইউভানের নাচ দেখে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।