“আবার চক্ষুশূল বানিয়ে দিলেন তো সবার…”, আচমকা কেন বললেন জিতু কমল

জিতু কমল

এই মুহুর্তে ছোটপর্দায় রাজ করছেন জিতু কমল। যাকে একপলক দেখার জন্য সময় মত টিভির পর্দায় বসে পড়েন দর্শক। বছর শুরুতেই জিতু কমলের কেরিয়ার গ্রাফ একেবারে তুঙ্গে। সম্প্রতি গৃহপ্রবেশ সিনেমার জন্য সেরা নায়কের খেতাব উঠেছে অভিনেতার ঝুলিতে।

এবার সিনেমার পাশাপাশি ছোটপর্দার জন্য দারুন খবর শেয়ার করলেন জিতু। দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়লেও চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে একাই ম্যাজিক দেখিয়েছেন জিতু। জি-২৪ ঘণ্টার তরফে বিনোদনে সেরা ২৪ অনুষ্ঠানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা হিসাবে মনোনীত হলেন জিতু কমল। আরও একবার দর্শকের মন জিতে নিলেন অভিনেতা।

সম্প্রতি সমাজ মাধ্যমে সেই সুখবর জানিয়ে জিতু লেখেন, “পৃথিবীর বিরলতম ঘটনা। ছোট টিভি করছিস,নমিনেশন দিয়েছে ঠিক আছে, সেখানে বড় টিভিতেও নমিনেশন…!! এ তো স্বজন-পোষণ। যদিও আমার স্বজন বলতে শিবজি। এ আপনি কী করলেন!! আমি তো নমিনেশন চাই না স্যার,অ্যাওয়ার্ড তো নয়ই। যাহ,আবার চক্ষুশূল বানিয়ে দিলেন তো সবার। আবার কী কেস খাব, ভগবান জানে।”