ইউটিউব ছেড়ে এবার বাংলা সিরিয়ালে সুকান্ত কুন্ডু?

সুকান্ত কুন্ডু

ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেকেই অভিনয় জগতে এসেছে। এটা নতুন কিছু নয়। অভিনয় প্রশিক্ষণ না থাকলেও তারা পর্দায় অভিনয় করছেন। যেমন স্যান্ডি সাহা। শোনা যাচ্ছে জনপ্রিয় ইউটিউবার প্রেরণা দাসও খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখবেন।

তবে এবার কি অভিনেত্রী অনন্যা গুহ’র বর অর্থাৎ জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডু পা রাখছেন বাংলা সিরিয়ালে? সদ্য তার পোস্ট করার ছবির ক্যাপশন সেই ইঙ্গিত দিচ্ছে।

সুকান্ত কুন্ডু নিজের সোশ্যাল একাউন্টে নিজের নতুন লুক শেয়ার করে লেখেন, ‘নতুন সিরিয়ালের look?? কেমন লাগছে?? আসছে খুব শিগগিরই’। সত্যিই কি তাহলে এবার বাংলা সিরিয়ালে দেখা মিলবে সুকান্তকে। প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষায়।