‘নমস্কার কেমন আছেন সবাই…’ ইউটিউব থেকে ফেসবুক খুললে সুরেলা কণ্ঠে এই নারী মন জিতছেন সকলের। তিনি হলেন ক্যালিফোর্নিয়ায় নিবাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। তার চ্যানেলের নাম ‘প্রবাসে ঘরকন্না’। বিদেশে বসেও তিনি যে আদ্যোপান্ত বাঙালি তা বহুবার তার কথায় স্পষ্ট।
জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায় আসলে মেদিনীপুরের মেয়ে। শ্বশুরবাড়ি হালিশহরে। স্বামীর কর্মসূত্রে থাকেন ক্যালিফোর্নিয়ায় তাই পরিবারকে নিয়ে বিদেশেই সংসার পেতেছেন মহুয়া। বিদেশে থাকলেও তার জীবন যাপন খুবই সাদামাটা।
মহুয়ার সরল সুন্দর মন এবং আন্তরিকতা মন ছুঁয়েছে লক্ষ লক্ষ মানুষের। তিনি এমন একজন ইউটিউবার যাকে নিয়ে কখনোই সমালোচনা হয়নি। তবে তার মাসিক আয় জানেন কত? প্রবাসে নিয়মিত জীবনযাপনের দৈনিক ভ্লগ তুলে ধরেন।
‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া গঙ্গোপাধ্যায় ইউটিউব থেকে মাসে ঠিক কত পরিমাণ আয় করেন তার উত্তর মেলেনি। তবে সাবস্ক্রাইবার প্রায় ১০ লক্ষ ছুঁই ছুঁই। টিভি নাইন বাংলার রিপোর্ট অনুযায়ী, নতুন বছরে প্রথম দু’সপ্তাহে মহুয়ার প্রায় ৮০০০ সাবস্ক্রাইবার অর্জন করেছে। ইউটিউবের আয় নির্ভর করে সাবস্ক্রাইবার আর ভিউ র উপর। সেদিক থেকে নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই ‘প্রবাসে ঘরকন্না’ আয় করেছেন প্রায় ৪১১ ডলার থেকে প্রায় ৯ হাজার ৩০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ড়াচ্ছে ৩৫ হাজার ৬২১ টাকা থেকে ৮ লক্ষ ৬হাজার ২৪ টাকা পর্যন্ত। যদিও পুরোপুরি নির্দিষ্ট অঙ্কের পরিমাণ বলাটা কঠিন।
সুত্রঃ tv9bangla . com