আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সামনেই সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই ১০ জন প্রতিযোগী পৌঁছে গেছেন ফাইনালে। আর তার মধ্যে অন্যতম হল খুদে প্রতিযোগী অনীক জানা। মাত্র ৭ বছর বয়সেই গান দিয়ে মঞ্চ মাতাচ্ছে কোলাঘাটের ছোট্ট অনীক। বিচারকদেরও নয়নের মণি।
এতদিন দর্শক সহ বিচারকরা তার গানে মুগ্ধ ছিলেন এবারে অনীকের মিমিক্রি দেখে সকলেই হতবাক। আবির চট্টোপাধ্যায়ের অনুরোধেই বিচারকদের নকল করে দেখায় অনীক। শান্তনু মৈত্র থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ, রাঘব সকলেরই কথা বলার ধরন থেকে শুরু করে তাদের গান করার স্টাইলও ফুটিয়ে তোলে অনীক।
এমনকি সারেগামাপা-র পরিচালক অভিজিৎ সেন কেও নকল করে দেখায় খুদে প্রতিযোগী। যা দেখে হাসিতে কুটোপুটি ইমন-জোজো-অন্তরা-রা। শোয়ের ভিডিও ক্লিপটি নেটপাড়ায় ছড়াতেই কমেন্টে অনেকেই জানিয়েছেন, ‘পাকা বাচ্চা। কিন্তু ভীষণ মিষ্টি।’
মাত্র ৭ বছর বয়সেই বয়সে বড় প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে গাইছে খুদে অনীক। বাড়িতে মায়ের কাছেই তালিম নিয়ে গান শেখা। সেখান থেকেই আজ সারেগামাপা-র মঞ্চে।