অপারেশন বেডে ছোট শিশু, খুদের ভয় ও ব্যথা কমাতে গান গাইছেন নার্সরা, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

অনেক সময় আমরা ডাক্তারদের গাফিলতি নিয়ে প্রশ্ন করি, অভিযোগ করি কিন্তু কখনো ভেবে দেখেছেন অনেক ডাক্তার রয়েছে যারা ভগবানের সমান। এমনি এক দৃশ্যের সাক্ষী রইল গোটা দেশ।  ডাক্তার ও নার্সদের এমন মুহূর্ত দেখে মুগ্ধ নেটদুনিয়া। কি সেই দৃশ্য?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চা অপারেশন চলছে। শিশুটি শুয়ে আছে অপারেশন বেডে। অন্যদিকে মহিলা নার্স ও পুরুষ নার্স হাততালি দিয়ে গান গাইছেন শিশুটি ব্যথা ভুলিয়ে রাখার জন্য। ক্যামেরার পিছন দিক থেকে এক মহিলা বলে উঠলেন – ‘ডাক্তার ফেয়সাল অপারেশন করছেন’।

অপারেশন থিয়েটার পেশেন্টের জন্য গান সত্যিই ভাবা যায় কি? কিন্তু যারা জীবন বাঁচান তারা সব কিছুই করতে পারেন। বাচ্চাটি যাতে ভয় না পায় তার জন্যই এই উদ্যোগ। আর এই সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা প্রশংসা করেছেন।

এক নেটিজেন ভিডিওতে মন্তব্য করেছেন, – ‘কে বলেছে সিনেমার বাইরে সুপারহিরো হয় না, এই ডাক্তার বাবু ও স্টাফরা আমাদের সুপারহিরো। আমাদের এই কঠিন সময়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কুর্নিশ জানাই সকল মেডিক্যাল স্টাফদের’।

সূত্রঃ humppy . com/article/nurses-are-clapping-and-singing-for-this-child-patient-viral-video/54666

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here