বাংলা সিরিয়ালে নায়ক-নায়িকাদের পাশাপাশি এখন খুদে শিল্পীরাও দর্শকের মনোরঞ্জন করছে। তাদের মধ্যে একজন হল জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কাঁকন। এই চরিত্রে অভিনয় করছে খুদে শিল্পী দেবঙ্গনা ফৌজদার।
মুক ও বধির চরিত্রে অভিনয় করেই দর্শকের মন জিতে নিয়েছে এই ছোট মেয়েটি। এই খুদের অভিনয় রীতিমতো মুগ্ধ হয়েছে দর্শকেরা। ছোট হলেও জগদ্ধাত্রীতে তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আর এইরকম একটি চরিত্রে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছে দেবঙ্গনা।
তবে এবার থেকে আর দেবঙ্গনা-কে দেখতে পারবেন না দর্শক। কারণ ধারাবাহিক লিপ নিতেই বাদ পড়ল ছোট কাঁকন। গল্পের নতুন মোড় অনুযায়ী, বড় হয়ে যাবে কাঁকন। আর সম্ভবত কাঁকন চরিত্রে অন্য কোনও মুখ দেখা যাবে। তাই জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে দেবঙ্গনা।