২১ নভেম্বর, শুক্রবার সকাল থেকে ফের শুটিংয়ে ফিরলেন সকলের প্রিয় ‘আর্য স্যার’ ওরফে জিতু কমল। আর্যর ফিরে আসার খবরেই অনুরাগীদের মুখে চওড়া হাসি। যেন এই দিনটার অপেক্ষাতেই ছিল জিতু ভক্তরা।
তবে সূত্রের খবর বলছে, জিতু ফিরতেই গোটা সেটের পরিবেশ ছিল থমথমে। শুক্রবার সকাল থেকে শুটিংয়ের কী অবস্থা ছিল? অনেক দিন পরে সেটের পরিবেশ স্বাভাবিক। সকাল থেকে সুষ্ঠভাবেই হচ্ছে ধারাবাহিকের শুটিং। জীতু নির্দিষ্ট সময় স্টুডিয়োয় গিয়েছেন।
এই প্রসঙ্গে পর্দার ‘কিংকর’ ওরফে অভ্রজিৎ চক্রবর্তী বললেন, “সেটের সবাই, আমরা প্রত্যেকে খুশি। আশাবাদী আগামিদিনে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের।”
জিতু-দিতিপ্রিয়া মিটিংএ চ্যানেল কর্তৃপক্ষও চাননি নায়ক বদল হোক। তাই অনেক আলোচনার পরেই সিদ্ধান্ত বদলেছেন জীতু।
অনুরাগীদের পরিকল্পনা ছিল জীতুর ফিরে আসার আনন্দ উদ্যাপন করতে কেক এবং ফুল নিয়ে যাবেন স্টুডিয়োতে। কিন্তু জিতু এখনই কোনও উদ্যাপন করতে রাজি নন। অনেক দিন পরে শুটিংয়ে ফিরেছেন। তাই পুরোপুরি অভিনয়ে মন দিতে চান জিতু।
ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় রাখাই আসল বিষয় অভিনেতার কাছে। তাই অনুরাগীদের আর আশাহত করতে চাননা জিতু। অভিনেতার মত, আগামী দিনে আবারও উদ্যাপনের সুযোগ আসবে।

