বাবার চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি! রাজ চক্রবর্তী’র চপ্পলের দাম জানলে চমকে উঠবেন আপনিও

ইয়ালিনি চক্রবর্তী

ইউভানের সাথে সাথে এই মুহুর্তে প্রায়শই লাইমলাইটে থাকছে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। দেড় বছর বয়সেই ছোট্ট ইয়ালিনির কীর্তি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রাজ-শুভশ্রী। ইয়ালিনির ভিডিওতে আদরে ভালোবাসায় ভরিয়ে দেন নেটপাড়া।

সম্প্রতি রাজ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বাবার চপ্পল পরে ঘরময় ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইয়ালিনি। আবার একটা নির্দিষ্ট জায়গায় তা খুলেও রাখছে। তবে জানেন কি পরিচালক রাজ বাড়িতে ঠিক কত টাকার চপ্পল পরেন?

এদিন ইয়ালিনির পায়ে দেখা গেল আন্তর্জাতিক ব্র্যান্ড GUCCI-র স্লাইড স্যান্ডেল। আর GUCCI-র অফিসিয়াল ওয়েবসাইটে এই চপ্পলটির দাম $৮৮০। যার ভারতীয় মুদ্রায় ৭৭ হাজারের বেশি। তবে এই চপ্পল অরিজিনাল GUCCI নাকি ফার্স্ট কপি, সেই বিষয়ে জানা যায়নি।

যদিও রাজ-শুভশ্রী দুজনেই GUCCI ব্র্যান্ডের একাধিক জিনিস ব্যবহার করেন। তাদের ব্যবহার করা ব্যাগ থেকে শুরু করে টুপি, চপ্পল সব কিছুই আন্তর্জাতিক ব্র্যান্ডের। যা নিয়ে প্রায়শই কৌতূহল থাকে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)