মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়! অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের শিক্ষাগত যোগ্যতা জানলে আপনি অবাক হয়ে যাবেন

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। খেলাঘর, মেয়েবেলা, আলোর কোলে’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরবেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি স্বীকৃতি পড়াশুনোয় মেধাবী ছাত্রী ছিল। এক সাক্ষাৎকারে নিজের পড়াশুনো এবং অভিনয়ে আসা নিয়ে মুখ খুলতে দেখা যায় স্বীকৃতিকে।

অভিনেত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলেজে চতুর্থ বর্ষে পড়া চলাকালীন তিনি একটি নামী কোম্পানিতে চাকরিও পেয়ে গিয়েছিলেন। তবে এর মাঝেই সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। আর এরপর তার কাছে অভিনয়ের সুযোগ আসে। যা তিনি ভাবতে পারেননি।

প্রথম  স্টার জলসার তরফ ‘খেলাঘর’ সিরিয়ালের নায়িকা হিসাবে প্রস্তাব যায়। তবে তার নাচ, মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল বরাবর। কিন্তু সিরিয়ালে সুযোগ আসায় নিজের সিদ্ধান্ত বদলান। সেই মুহূর্তে তিনি ভাবেন তার যা ডিগ্রি আছে সেটা সারাজীবন তার কাছেই থাকবে, সেই মুহূর্তে অভিনয়ের এত বড় সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই মোটা মাইনের চাকরি ছেড়ে  অভিনয় দুনিয়ায় পা রাখেন স্বীকৃতি। আর তারপরই শুরু হয় অভিনয় জার্নি।