
সোশ্যাল মিডিয়ায় এখন শিরোনামে অভিনেতা সায়ন্ত মোদক এবং কিরণ মজুমদারের ব্রেকআপ। ব্রেকআপের পর ভিডিও করে সায়ন্তের মুখোশ খুলে দেন কিরণ। কিরণের করুণ অবস্থা দেখে পাশে এসে দাঁড়ায় সায়ন্তের দুই প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মন্ডল এবং দেবচন্দ্রিমা সিংহ রায়।
তিন প্রেমিকা সায়ন্তের বিরুদ্ধে অভিযোগ তোলে মানাহানি, মারধরের এবং লোভীর। শোনা যায়, প্রাক্তনদের টাকাতেই চলত সায়ন্ত এবং স্বার্থ ফুরিয়ে গেলে ফিরে তাকাত না।
এবার এই বন্ধু সায়ন্তকে কড়া বার্তা দিলেন আরেক অভিনেতা সায়ক চক্রবর্তী। নিজের ব্লগে এসে সায়ক বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করেছিল আমার একজন বন্ধু, সিরিয়াল করে, তাঁকে নিয়ে প্রচুর বিতর্ক। সেই নিয়ে কিছু বলতে। আমার যে খুব বন্ধু তা নয়। অনেক ইভেন্টে কথা হয়। এই পর্যন্তই। যেটা আমি জানতাম না, সেটা হল কোনো মানুষকে মারধর। আমার অবাক লাগছে, এরকম অবস্থায় মানুষ কী করে নামতে পারে, একটা মেয়েকে মারতেও দুবার ভাবে না! তোমার বাড়ির কেউ, বোন হল, মেরেধরে শাসন করলে। প্রেমিকা মানে তো প্রপার্টি নয় তোমার। তিনজনের কথা শুনেই মনে হয়েছে খুব টক্সিক একটা ব্যাপার। এরকম কেউ যদি আপনারজীবনে থাকে, ততক্ষণাৎ বের করে দাও। না হলে কোনোদিন ভালো থাকবে না।”
সায়ক সায়ন্তের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপাতত তোর প্রেম করা উচিত নয়। আপাতত তোর শেখা উচিত কীভাবে মহিলাদের সম্মান করা। যদি মনে হয় শিখতে পেরেছিস, কাওকে একটা বিয়ে করে ফেলিস। জানি না তুই আমার কথা শুনবি কি না! কিন্তু তোর জন্য এটা আমার সাজেশন।’
সুত্রঃ bangla.hindustantimes.com