“শুধু প্রতিভা থাকলেই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না…”, মুখ খুললেন অনিন্দ্য ব্যানার্জি

অনিন্দ্য ব্যানার্জি

বাংলা টেলিভিশন জগতে পরিচিত মুখ অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি। ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রথম অভিনয় জগতে পা রাখেন অনিন্দ্য। এরপর একের পর এক ছবি ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা।

বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রীই অভিযোগ করেন হাতে কাজ নেই, ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কমে যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন অনিন্দ্য। অভিনয় জগতে কাজ না পাওয়া নিয়ে অনিন্দ্য বলেন,

‘আমরা টেলিভিশনে কাজ করে রোজগার করি। সিনেমাতে ডাক পেলে তবেই কাজ করি। কিন্তু সিনেমার উপর আমি কখনোই ভরসা করে থাকি না। কারণ টেলিভিশন আমাকে যেটা দেয় সিনেমা সেটা আমাদের দিতে পারে না। টেলিভিশন করে আমাদের এ রোজগারটা হয় সেটা দিয়ে আমরা খুশি। আর আমি মনে করি অভিনয় জগতে কাজ পাওয়ার কিছু টেকনিক্যাল দিক আছে। শুধুমাত্র ভালো অভিনেতা হলেই কাজ পাওয়া যায় না। তার পিছনেও কিছু অঙ্ক আছে। যেগুলো এখানে না বলাই ভালো।’

ছোটপর্দায় অভিনেতাকে  শেষবারের মত দেখেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। অন্যদিকে বড়পর্দায় অনিন্দ্য’র নতুন ছবি মুক্তির অপেক্ষায়।