চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্কের ঝড়। পোস্টটি তার সহ-অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে। জিতু বিররুদ্ধে আনা অভিযোগ বেশ গুরুত্বর। দিতিপ্রিয়া জানান তার সহ-অভিনেতা জিতু কমল এক মাস পর থেকে তার সাথে কথা বলা বন্ধ করে দেন কারণ অভিনেত্রীর মাকে তিনি ভয় পান আবার সম্মানও করেন।
দিতিপ্রিয়া পোস্টে লেখেন, “তিনি আমাকে এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, “ওই ইভেন্টে যাচ্ছো?” আমি বলি, “না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।” তিনি জানতে চান, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?” আরেকটি ঘটনায়, একটি AI-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি—ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও”। সাথে লেখেন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।”
দিতিপ্রিয়ার পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক কেউ কেউ দিতিপ্রিয়াকে সমর্থন করছেন তো আবার কেউ জিতু কমলকে। দিতিপ্রিয়াকে সমর্থন জানিয়ে অনেকেই লেখেন এরকম জিনিস সামনে আনার সৎ সাহস লাগে। আবার অধিকাংশের মতে জিতু মজার ছলে কথা বলে কিন্ত দিতিপ্রিয়া সেটা নিতে পারে নি বলেই জিতুকে ডাউন করার জন্য এসব করেছে।
তবে এই সব বিতর্ক নিয়ে বেশ কিছু সাক্ষাৎকারে মুখ খুলেছেন জিতু কমল। তিনি জানিয়েছেন, “দিতিপ্রিয়া অনেক ছোট। আমি এখনো ওকে স্নেহ করি। এই বয়সে এই সব হয়। মজার ছলে আমি ওকে বিভিন্ন কথা বলেছিলাম। শিশুসুল্ভ অভিযোগ করে ফেলেছে। তবে আমার কাছে সব মেসেজের স্ক্রিন শট রয়েছে সঠিক সময়ে সব সামনে আনবো।”
আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানান, “আপাতত এই বিষয়টা প্রযোজনা সংস্থা দেখছে বলে আমি চুপ করে আছি। আমি সব সময় কারোর গা ঘেঁষে বসতে পারব না। এতে যদি রাগ হয় তো বলতেই হবে বাচ্চা মেয়ে। তাই খুব বাজে খেলেছে। নেহাতই বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে সঠিক সময় আসুক আমিও এর জবাব দেব। সহ অভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি।”