প্রথম সন্তান ইউভানের তিন বছর পর রাজ-শুভশ্রীর ঘরে এসেছে দ্বিতীয় সন্তান ইয়ালিনি। ছেলে আর মেয়েকে নিয়ে এখন রাজ-শুভশ্রীর সুখের সংসার। দুই ভাই-বোনকেই একই স্নেহের সঙ্গে বড় করে তুলছেন তারা। যাতে দুই সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসার কোনও পার্থক্য না থাকে।
বোন ইয়ালিনি জন্মের পর থেকেই দাদা হিসাবে ছোট ইউভান ভীষণ যত্ন নেয় বোনের। এক সাক্ষাৎকারে অভিনেত্রী সন্তানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘ইয়ালিনি যখন আমার পেটে আসে, তখন ইউভানের সমস্ত ইমোশন তৈরি হয়ে গেছে। ওর ভালোলাগা, খারাপ লাগা, দুঃখ-অভিমান, রাগ, সবকিছু। আমরা ভুলটা করি যখন সদ্যোজাত বাচ্চাটিকে সব কনসেনট্রেশনটা দিয়ে ফেলি। কিন্তু আমরা সেই ভুল করিনি। ইউভানের যাতে মনে না হয় তার ছোট এসে তার জায়গা করে নিচ্ছে।’
অভিনেত্রী এই সাক্ষাৎকারে একটি মজার ঘটনা শেয়ার করে জানাব, ‘কাল রাতেই ইউভান আমাকে বলছে মা, তুমি ইয়ালিনির মা নও। আমি ওর মা। আমি ওকে সব করাব। ওর ন্যাপি চেঞ্জ করব, খাওয়াব, ওকে ঘুরতে নিয়ে যাব। ওকে টেক কেয়ার করব। ও তো আমার জান’। মাত্র ৪ বছর বয়স ছেলের মুখে এমন কথা শুনে গর্বে বুক ফুলে ওঠে শুভশ্রীর।