গতকাল অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের শুভ জন্মদিন ছিল। জন্মদিনে মেয়ে রাজনন্দিনীর থেকে পেলেন বিশেষ শুভেচ্ছা বার্তা। মায়ের জন্মদিনে কি লিখলেন রাজনন্দিনী?
মায়ের সাথে একটি ছবি পোস্ট করে রাজনন্দিনী পাল লেখে, “শুভ জন্মদিন মা, তোমার বিশেষ দিনে তোমার জন্য বলার বা অনুভব করার মতো আমার কাছে অতিরিক্ত কিছু নেই কারণ এই ২৪ ঘন্টায় আমার ভালোবাসার এক টুকরোও ধারণ করা সম্ভব নয়। আমার কাছে এটা প্রতিদিনই তোমার দিন।”
‘আমার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। তুমি জানো না তুমি তোমায় কতটা ভালোবাসি। আমার কাছে তোমার সঙ্গে কাটানো প্রতিদিনই ভীষণ স্পেশাল। আমার এত ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার প্রতিটি পদক্ষেপ, ধারণা এবং গোটা বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিয়েছো জানো না। তুমিই আমার আদর্শ। যদি এই জীবনে কিছু অর্জন করতে নাও পারি, অন্তত এটুকু জানব তোমার মেয়ে হয়ে জন্মাতে পেরেছি।’
‘তোমার জন্মদিনে আমি নিজের জন্য প্রার্থনা করি এবং কামনা করি যেন আমি তোমার অর্ধেক গুণও অর্জন করতে পারি। তুমি যেমন ভালো স্ত্রী, তেমনই মা। তুমি যেমন ভালো নৃত্যশিল্পী, তেমনই ভালো অভিনেত্রী। আমি যেন তোমার অর্ধেক হয়ে উঠতে পারি। তোমার জন্য আমি সুস্থ জীবন কামনা করি। অনেক শুভকামনা মুমজ়ু। এই ভালোবাসা অতুলনীয়।’
View this post on Instagram
সুত্রঃ https://eisamay . com/entertainment/rajnandini-paul-wish-her-mother-indrani-dutta-with-some-beautiful-moment/200363112.cms