মাত্র চার মাসে বন্ধ হয়ে যায় জি-বাংলার মেগা ধারাবাহিক যোগমায়া। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৈয়দ আরোফিন এবং অভিনেত্রী নেহা আমনদীপ। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ আড়াই বছর পর বাংলা ধারাবাহিকে ফিরেছিলেন।
তবে দুর্ভাগ্যবশত ধারাবাহিকে ফিরে তেমন বাংলা টেলিভিশনে তেমন সাফল্য পেল না। এরপর একটি বাংলা ওয়েব সিরিজে কাজ করেছিলেন। তবে এবার বড় আপডেট মিলছে। বলিউডে ডেবিউ করছেন নেহা। একটি ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রোড্রামায় অভিনয় করবেন অভিনেত্রী।
বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম নীলম। নীলমের জীবন অতটা মসৃণ নয় । তার উপর অনেক অত্যাচার হয়। নীলমের জীবনে টানাপোড়নের গল্প তুলে ধরা হবে। এই প্রথম বলিউডে কাজ নেহার।