‘হ্যাঁ, আমি মেসেজ করেছি…শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?’, দাবি অভিনেতা ঋজুর

অভিনেতা ঋজু বিশ্বাস

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে। একাধিক নারীর অভিযোগ ফেসবুকে মেয়েদের মাঝেমাঝেই নাকি মেসেজ করেন ঋজু। এক উঠতি মডেল অভিনেতা বিরুদ্ধে দু’দিন আগে ফেসবুকে সেই অভিযোগ এনে চ্যাটের স্ক্রিন শট শেয়ার করেন। আর তারপর থেকে একাধিক নারী মুখ খুলেছেন ঋজুকে নিয়ে।

অভিনেতা নাকি তাদের মেসেজ করে উত্যক্ত করেছেন। আর এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সংবাদমাধ্যমের পাল্টা অভিযোগ তোলেন ঋজুও। দীর্ঘ সাত মাস মায়ের অসুস্থতার জন্য ছোটপর্দা থেকে দূরে রয়েছেন তিনি আর তার মাঝেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়।

আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেতা জানান, “মেসেজ করে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি। ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতে পারে না?”

অভিনেতা আরও বলেন, ‘এই বিতর্কের পর আমার বন্ধুরা অনেকেই পরামর্শ দিয়েছিলেন ‘প্রোফাইল হ্যাক হয়েছে’ বলে বিষয়টিকে এড়িয়ে যেতে কিন্তু মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না। বলিও না। এ ক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু, শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।”

অভিনেতা এই মুহূর্তে নহানির মামলা করেছেন সেই উঠতি মডেলের বিরুদ্ধে।

সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/actor-riju-biswas-opens-up-about-recent-controversy-on-messaging-randomly-to-various-women-dgt/cid/1644436