ইয়েস ব্যাংক নিষেধাজ্ঞা তোলা হবে ১৮ ই মার্চ

yesbank

সরকারের  পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ইয়েস ব্যাংকের উপর। গ্রাহকদের আর্থিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যার ফলে প্রচুর গ্রাহকদের সমস্যার সৃষ্টি হয়। তবে এবার  গ্রাহকদের জন্য খুশির খবর। কারণ সরকারের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ইয়েস ব্যাংকের উপর জারি করা  নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে।

এক সাংবাদিক বৈঠকে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ইয়েস ব্যাংকের নগদ প্রত্যাহারের সীমাবদ্ধতা এবং অন্যান্য স্থগিত শর্ত আগামী তিনদিনের মধ্যে প্রত্যাহার করা হবে। পাশাপাশি তিনি ঘোষণা করলেন ইয়েস ব্যাংকের নতুন বোর্ড অব ডিরেক্টরস গঠন করার কথা। এসবিআই এর দুইজন ডিরেক্টর থাকবেন সেই বোর্ডে যারা  বিজ্ঞপ্তি জারি করার সাতদিনের মধ্যে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন।

গত ৫ ই মার্চ ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংকের উপর  ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিছু  সময় ধরে ধুঁকছিল ইয়েস ব্যাংক। দিনের পর দিন আরও অবস্থা খারাপের দিকে যায়। পাশাপাশি শেয়ারের দাম বিশাল আকারে পড়ে যাওয়ার সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ছিল ইয়েস ব্যাংকের তরফ থেকে। সহায়তা করতে এগিয়ে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। পরিস্থিতি সামাল জারি করা হয়েছিল নিয়ন্ত্রণ।

সরকারের তরফ থেকে সিধান্ত নেওয়া হয় পূর্ণগঠন করা হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাংকের পূর্ণগঠনের জন্য নতুন স্কিম তৈরি করার কথা ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ নেওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগে ইয়েস ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা  রাণা কাপুরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বইয়ের অফিসে। দীর্ঘক্ষণ জেরার করার পরেই গ্রেপ্তার করা হয় তাকে। পাশাপাশি প্রশ্ন উঠে ব্যাংক কর্তাদের বেনিয়মের কথা। তারপর ব্যাংকের জারি করা হয় ব্যাংকের আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ। হয়রানি স্বীকার হতে হব ব্যাংকের গ্রাহকদের। নিয়ন্ত্রণ জারির করার পর থেকে বহু গ্রাহক সমস্যায় পড়ে এবং ইন্টারনেট অ্যাক্সেস পেতেও অসুবিধা হয়েছিল।

তবে সেই গ্রাহকদের জন্য সুখবর বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর মাত্র তিনদিনের মধ্যে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হচ্ছে এবং গ্রাহকরা আবার আর্থিক লেনদেনের সুবিধা সম্ভবত ১৮ ই মার্চ থেকে পেতে পারে।

(“সুত্রঃ- indiatoday.in“)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here