কাজের আপডেট দেওয়ার সাথে সাথে মাঝে মধ্যেই ইউভান ও ইয়ালিনির ছোটখাটো মুহূর্তের ছবি অথবা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন মাম্মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভান এখন অনেকটাই বড় তাই বেশিরভাগ সময়টাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সে।
তাই বর্তমানে ইয়ালিনিকে নিয়েই বেশিরভাগ সময় কাটে শুভশ্রীর। এখন অল্প অল্প কথা শিখেছে ইয়ালিনি। আধো আধো বুলিতে পরিবারের সকলের নাম বলতেও পারে সে। স্পষ্ট না হলেও ইয়ালিনির মুখে কথা শোনার অপেক্ষা থাকে অনুরাগীরা। যদিও সে কি বলতে চাইছে তা বেশ ভালই বোঝা যায়।
সম্প্রতি আরও একটা ভিডিওতে মায়ের কোলে সাদা গেঞ্জি পড়ে ইয়ালিনিকে বলতে শোনা গেল, সে হালিশহর যাচ্ছে ঘুরতে। রাজ চক্রবর্তী অর্থাৎ বাবার বাড়িতে যাচ্ছে সে। তবে তার আগে দাদার স্কুলে দাদাকে আনতে যাচ্ছে মায়ের সঙ্গে। এমনটাই জানাল ছোট্ট ইয়ালিনি।
এরপরেই শুভশ্রী নিজের মেয়ের নতুন হেয়ার স্টাইল সামনে নিয়ে আসেন। এখন যেহেতু ইয়ালিনির চুল কিছুটা বড় হয়েছে তাই মাথার পেছনে বেশ ছোট করে পনিটেল করে দেওয়া যাচ্ছে ইয়ালিনির ছোট্ট পনিটেল দেখে খুদেকে বেশ স্টাইলিশ দেখতে লাগছে বলেই জানিয়েছেন অনুরাগীরা।

