‘এটা আলমারি না মিউজিয়াম?’, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের শাড়ির কালেকশন দেখে প্রশ্ন নেটিজেনদের

লীনা গঙ্গোপাধ্যায়

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় চিত্রনাট্য লেখিকা হলেন লীনা গঙ্গোপাধ্যায়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শত সমালোচনা হলেও ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের লেখিকা যে তিনি সেটা মানতেই হবে।

জল নূপুর, পুন্যি পুকুর, ইষ্টিকুটুম, কোজাগরি, নকশি কাঁথা, ইচ্ছেনদী, কুসুমদোলা, মোহর, শ্রীময়ী, খড়কুটো মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা। এই ধারাবাহিকগুলি আজও দর্শকের মনে তাজা।

বর্তমানে তিনি খুব ব্যস্ত একজন নারী। তবে হাজার ব্যস্ততা থাকলেও শাড়ি কালেকশন করতে খুব ভালবাসেন এই লেখিকা। এটা তার প্যাশন। সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায়ের শাড়ির গল্পের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে। এই ভিডিও দেখা যাচ্ছে আলমারি ভর্তি তার বিভিন্ন রকমের শাড়ির কালেকশন। হয়তো এমন কোনও শাড়ি নেই যেটা তার ওয়ার্ড ড্রপে নেই। তার আলমারি ভর্তি শাড়ির কালেকশন দেখে নেটিজেনরা কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘এটা আলমারি না মিউজিয়াম?’ সত্যি আলমারি নয় যেন আস্ত মিউজিয়াম।

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here