বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা যেমন হয়েছে তেমন নিন্দেও হয়েছে। সিরিয়ালের গল্প লেখার জন্য বরাবর কটাক্ষ সহ্য করতে হয়েছে নেটিজেনদের কাছ থেকে। ফের আবার তীব্র কটাক্ষের মুখে এই জনপ্রিয় লেখিকা।
সম্প্রতি কালার্স টিভি চ্যানেল এর পক্ষ থেকে ‘বাংলা টেলি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। আর সেখানে সেরা চিত্রনাট্যকার এবং সংলাপ লেখিকা হিসেবে পুরস্কৃত করা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়কে। যদিও সূত্রের খবর স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে লেখিকাকে। কিন্তু স্টার জলসা চ্যানেলের তরফ সুখবর জানানোর সময় ‘খরকুটো’র বদলে ‘মোহর’ ধারাবাহিকের নাম বলা হয় ভুলবশত। আর সেই থেকেই নেটিজেনরা মনে করেছেন ‘মোহর’ ধারাবাহিকের গল্প লিখে পুরস্কার পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।
তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ। একাংশ দর্শকের মতে “মোহর সিরিয়ালের জন্য লীনা ম্যাম সেরা “স্ক্রীপট রাইটার”- এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে”। আবার অনেকে মন্তব্য করেছেন “গাঁজাখুরি গল্প লিখে আবার পুরস্কার”।
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/leena-gangopadhyay-got-teli-awards-bangla-13103