চলে গেলেন বিশ্বকাপজয়ী জ্যাক চার্লটন, বয়স হয়েছিল ৮৫

Ecog2sSXsAACSly

চলে গেলেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি জ্যাক চার্লটন। বয়স হয়েছিল ৮৫ বছর। গত বছর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল এবং কিছুদিন ধরেই স্মৃতিভ্রষ্ট রোগে ভুগছিলেন কিংবদন্তি। ১০ ই জুলাই, শুক্রবার শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন । প্রচুর বৃষ্টিপাতের ফলে এইবার শস্যের ফলন বেড়ে উঠল ভারতে

১৯৬৬ সালে জ্যাক চার্লটন তার ছোটভাই ববি চার্লটন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ী হয়েছিলেন। ১৯৬৬ সালের বিশ্বকাপ ছিল তর একমাত্র বিশ্বকাপ শিরোপা। ২৩ বছরের সময়কালে লিডসের হয়ে 773 টি ম্যাচের রেকর্ড গড়েছিলেন। ১৯৯৯ সালে লিগের শিরোপা জয়ের পাশাপাশি এফএ কাপ, লীগ কাপ এবং ফেয়ার কাপ দু’বার জিতে সহায়তা করেছিলেন।

আরও পড়ুন । আইসিএসই দশম, দ্বাদশ পরীক্ষায় পাসের শতাংশের হার উন্নত

শনিবার তার পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেকের বন্ধু হওয়ার পাশাপাশি তিনি অনেক আদরের স্বামী, বাবা ও দাদা ছিলেন। তিনি যে অসাধারণ জীবনযাপন করেছেন তাতে আমরা কত গর্বিত তা আমরা প্রকাশ করতে পারি না এবং তিনি বিভিন্ন দেশে এবং সর্বস্তরের মানুষকে এত আনন্দ দিয়েছিলেন।

আরও পড়ুন । নিখোঁজ হওয়ার পর লাশ মিলল সিওলের মেয়রের

প্রিমিয়ার লিগ গেমসের আগে এই সপ্তাহান্তে এক মিনিটের নীরবতার আগে চার্লটনের শ্রদ্ধা জানানো হবে এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পড়বে। ইংল্যান্ড দলের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, “আমরা বিধ্বস্ত।”

[“Source:- www.livemint.com“]

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here