হিন্দি সিরিজে কাজ শেষ, ফের নতুন সুখবর ঘোষণা করলেন আয়েন্দ্রী

অভিনেত্রী আয়েন্দ্রী রায়

কিছুদিন আগেই বাংলা সিরিয়াল ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রী রায়। যিনি একাধিক বাংলা ধারাবাহিকে ভিলেন চরিত্রে কাজ করেছেন। তবে আচমকাই নতুন সুযোগ পাওয়ায় বলিউডে পা রেখেছিলেন।

এবার জানা গেল বলিউডে কোনও এক হিন্দি সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েই বাংলা ছেড়েছিলেন। তবে সেখানে কাজ শেষ করে আবার কলকাতায় ফিরে এসেছেন। আর ফিরে এসেই দিলেন খুশির খবর। আবার তিনি যোগ দিচ্ছেন বাংলা ধারাবাহিকে।

হ্যাঁ, এবার থেকে জি-বাংলা জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ তে দেখা যাবে নতুন চরিত্রে। সেই সুখবর শেয়ার করে আয়েন্দ্রী লেখেন, “আমি যেহেতু আমার হিন্দি সিরিজের কাজ শেষ করেছি তাই আমি আমার শহরে ফিরে এসেছি এবং একটি নতুন অধ্যায় আর নতুন চরিত্র শুরু করতে চলেছি। তোমরা প্রিক্যাপ দেখে অনেকেই জিজ্ঞেস করেছো। হ্যাঁ, কে? কেন? কি বিষয়? জানতে হবে দেখতে থাকুন জি-বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক।” অভিনেত্রী আবার বাংলা সিরিয়ালে ফেরায় খুশি হয়েছেন তার ভক্তরা।