সব ভুলে দিতিপ্রিয়ার সাথে অভিনয় করতে পারবেন? সহ-অভিনেত্রীকে নিয়ে কি বললেন জিতু?

জিতু-দিতিপ্রিয়া

দিতিপ্রিয়ার সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে অবশেষে ‘কলটাইম’ পেয়ে ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিংয়ে ফিরেছেন জিতু কমল। সোশ্যাল মিডিয়ায় জিতুর বার্তা, “আশা রাখি, আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না, আবার সুন্দর ভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।”

কিন্তু এত সহজে সহ-অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া ঝামেলা ভুলতে পেরেছেন জিতু? সব ভুলে আবার আগের মত দিতিপ্রিয়ার সাথে অভিনয় করতে পারবেন তিনি? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে জিতু জানিয়েছেন, এই প্রসঙ্গে আর কথা বলতে চান না।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও নতুন করে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি কেউ। তবে জানা গিয়েছে, সমস্যা মিটেগিয়েছে। পরিস্থিতি এই মুহুর্তে শান্ত। অন্যদিকে দিতিপ্রিয়া এখনও কোনও বার্তা দেননি। এমনকি সংবাদমাধ্যমেও কোনও বক্তব্য জানাননি।

Previous articleসাবিত্রী-লিলির প্রথম পারিশ্রমিক কত ছিল? জানলে অবাক হবেন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।