এবার পর্দায় শুভস্মিতার নায়ক সৌরভ? অবশেষে জানালেন স্বয়ং অভিনেতা

সৌরভ

টলিপাড়ায় জোর গুঞ্জন নতুন ধারাবাহিকে ফিরছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। শুভমিতা এর আগে হরগৌরী পাইস হোটেলে কাজ করলেও সৌরভ বহু বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন। এমনটাই জোর গুঞ্জন চলছে, নেট পাড়ায়।

এর আগে দুজনকেই এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা নাকচ করে দেন তবে এইবার অভিনেতা অন্য ইঙ্গিত দিলেন।

সত্যি কি শুভস্মিতার নায়ক হতে চলেছেন সৌরভ? এই প্রশ্নের উত্তরেই হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বলেন, ‘আমার কাছেও এরকম খবর আসছে। তবে যতক্ষণ না সব চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে এই বিষয়ে কিছুই বলতে পারা সম্ভব নয়।’

অর্থাৎ বোঝাই যাচ্ছে, নতুন ধারাবাহিকের জন্য সুযোগ গেছে সৌরভের কাছে। এবার দেখার বিষয় শুভমিতার নায়ক হতে রাজি হন কিনা।