এবার কি পর্দায় একসঙ্গে জুটিতে সৌমিতৃষা-রোহন?

সৌমিতৃষা-রোহন

এবার কি একসঙ্গে পর্দায় জুটি বাঁধছে মিঠাইরানী ওরফে সৌমিতৃষা কুণ্ডু আর অভিনেতা রোহন ভট্টাচার্য। এই খবরে প্রায় শোরগোল টেলি পাড়া। দুজনেই ছোটপর্দার হাত ধরে খ্যাতি পেয়েছেন। এখন দুজনেই বড়পর্দা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন।

টেলিভিশন পর্দায় ভজ গোবিন্দ, অপরাজিতা অপু, তুমি আশে পাশে থাকলের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রোহন। অন্যদিকে এদিকে নায়িকা হিসাবে মিঠাই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন সৌমিতৃষা।

আচমকাই রোহন আর সৌমিতৃষার জুটি বাঁধার খবরে বেশ অবাক হচ্ছেন সকলে। সত্যি কি জুটি বাঁধতে চলেছেন তারা? ছোটপর্দায় কি এই জুটিকে দেখবেন দর্শক?

আসল ব্যাপারটা হল, এক অনুষ্ঠান মঞ্চে রোহনের সঙ্গে জুটি বেঁধে নাচতে দেখা যায় মিঠাইরানীকে। আর সেই পারফর্মেন্সে তাদের জুটি বেশ নজর কাড়ে। আর তারপর থেকেই এই গুঞ্জন ছড়িয়েছে। দর্শক চাইছেন তারা একসাথে জুটি বেঁধে ফিরুক । ভবিষ্যতে কখনও পর্দায় একসাথে দেখা যাবে কিনা সেটাই দেখার।