বর্তমানে বাংলার সেরা ধারাবাহিক জি-বাংলার পরিণীতা। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী ঐশানি। পারুল আর রায়ানের জুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করেছে।
যারা নিয়মিত এই ধারাবাহিক দেখে থাকেন তারা হয়তো জানেন, ডিবেট প্রতিযোগিতার ট্র্যাক চলছে গল্পে। দেখানো হচ্ছে এই প্রতিযোগিতায় একদিকে যেমন রয়েছে অবন্তিকা, অন্যদিকে রয়েছে পারুল। এদিকে রুক্মিণী গোপালের বোনকে চড় মারে যার জন্য তার উপর গোপাল ভীষণ রেগে যায়।
এদিকে পারুন আর তার বন্ধুরা কলেজের ডিবেট প্রতিযোগিতায় অংশ নিতে যায়। প্রতিযোগিতা ব্রাইট মাইন্ডস কলেজ কখনোই জেতেনি এই প্রতিযোগিতায়। সকলে ভেবেছিল রায়ান প্রতিযোগিতা জিতিয়ে দেবে। তবে রায়ানের পরিবর্তে পারুলের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রশ্ন রাখা হয় ‘নারীদের সুরক্ষার দায়িত্ব নারীদের হাতেই থাকা উচিত কি না?’ পারুল সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই উত্তর দেয়। গোটা অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ে। তাহলে পারুল কি পারবে কলেজের মান রক্ষা করতে? সেটা জানা যাবে আগামী পর্বে।