‘ধুলোকণা’ ধারাবাহিকের খলনায়িকা থেকে ‘ইচ্ছে পুতুলে’র ভিলেন, সবেতেই নিজের সেরা অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। একসময় ‘ধুলোকণা’ ধারাবাহিকের জন্য সকলে তাকে চড়ুই নামে চিনতে। আজ ‘ইচ্ছে পুতুলে’র দৌলতে দর্শকের চোখে হয়ে উঠেছে ভিলেন ময়ূরী।
দর্শক পর্দায় ময়ূরীকে দেখলেই রেগে যায়, এটাই নেগেটিভ চরিত্রে তার সাফল্য। কিন্তু পর্দার ভিলেন হলেও বাস্তবে খুব গোছানো মেয়ে শ্বেতা।
কিছুদিন আগেই ‘দিদি নং ১’-এ এসেছিলেন অভিনেত্রী। আর সেখান থেকে জানা যায় কর্মসূত্রের জন্য কলকাতায় থাকে শ্বেতা এবং অভিনয়ের জন্যই পরিবারের থেকে দূরে এসে থাকতে হয় তাকে। জন্মসূত্রে মারওয়ারী হলেও বাংলা ভাষা ভীষণ পছন্দ তার। জানা যায়, নিজের ইচ্ছাতেই বাংলা শিখেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘যেখানে থাকছি সেখানকার সংস্কৃতিকে ভালবাসবো না তা কি হয়।’
এমনকি রান্না বানিয়ে খেতেই পছন্দ করেন বাইরে খাবার কিনে খাওয়ার থেকে। মজার ছলে রচনা বন্দ্যোপাধ্যায় তার কাছে জানতে চান, “এত কিছু রান্না করে তিনি কাকে খাওয়ান”? রাখঢাক না রেখে সোজাসাপ্টা জবাব তার এক বিশেষ বন্ধুকে। সেই বন্ধু খাবারের ব্যবসার সঙ্গেই যুক্ত। মজা করে শ্বেতার বন্ধুরা বলে ওঠেন, “রান্না শেখা শুধু খাওয়ার জন্য নাকি ভবিষ্যতে ব্যবসার কাজে যোগ দেওয়ার জন্য?
শ্বেতা স্পষ্ট জানান, ‘করতেই পারি মারওয়াড়ি হয়ে ব্যবসা করব না তা কি হয়।’ তাহলে কি ভবিষ্যতে অভিনয় ছেড়ে ব্যবসা ইচ্ছে রয়েছে শ্বেতা? সেটা তো আগামীদিনে জানা যাবে।