
তার অভিনয় শুরু বাংলা সিরিয়ালের হাত ধরেই। তাকে পরিচিতি দিয়েছে ছোটপর্দায়। তাই একেবারে নিজেকে সরিয়ে ফেলতে পারলেন না। ৯ বছর পর বাংলা সিরিয়ালে ফিরলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন সৌরভ।
৯ বছর আগে সর্বশেষ তাকে ‘মেম বউ’ ধারাবাহিকে দেখা গেছে। ক্যারিয়ারের শুরুতেই একাধিক হিট সিরিয়াল উপহার দিয়েছে দর্শকদের। দীর্ঘ বছর পর আবার বাংলা সিরিয়ালে ফেরার সিদ্ধান্ত নিয়ে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘এখন সবকিছুই বদলে গিয়েছে। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একাধিকবার ভেবেছি। আদৌ করতে পারব কি না। র্শক আমাকে অ্যাকসেপ্ট করবেন কি না তা নিয়েও সন্দেহ ছিল। কিন্তু ধারাবাহিকের প্রোমো সামনে আসার পর থেকে এত ভালোবাসা পাচ্ছি, সত্যিই মনে হচ্ছে নিজের ঘরে ফিরলাম।’
অভিনেতা আরও বলেন, ‘যত কাজই করি মানুষের বেডরুম অবধি ঢুকে যাওয়া সম্ভব একমাত্র ছোট পর্দার হাত ধরেই। তা ছাড়া আমি এতদিন পর ফিরে দেখতে পাচ্ছি, ধারাবাহিকের শুটিং অনেক বেশি সিস্টেমেটিক হয়েছে। আগে আমরা ২০ ঘণ্টাও কাজ করেছি। এখন একটা নির্ধারিত সময়ের মধ্যে প্যাকআপ করতেই হবে। এটা খুব স্বস্তির।’