সত্যিই কি আর্য-অপর্ণার বিয়ে দেখিয়ে শেষ হবে ‘চিরদিনই তুমি যে আমার’? জানুন আসল সত্য

চিরদিনই তুমি যে আমার

আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ শেষের পথে। আর্য-অপর্ণার বিয়ে দেখিয়ে নাকি বন্ধ করে দেওয়া হবে এই মেগা। আবার শোনা যাচ্ছে নবাগতা অভিনেত্রী শিরিনি পালকে নাকি প্রযোজনা সংস্থা এক মাসের চুক্তিতে সাইন করিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় আচমকাই এই খবর কোথা থেকে রটে যায় তা বোঝা যাচ্ছে না। এই খবরে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিরিয়ালের দর্শকের মধ্যে। কেউ বলছেন অভিনেতা জিতু কমলের লাইভে সেই ইঙ্গিত মিলেছিল তো আবার কারো মতে এত তাড়াতাড়ি বন্ধ হবে না।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাতে কি স্বল্প সময়? সত্যি বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় মেগা? জানুন আসল সত্যি।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বন্ধ হওয়ার যে খবর রটেছে তার কোনও সত্যতা নেই। এমনকি এরকম কোনও খবর চ্যানেলের তরফ থেকে পাওয়া যায়নি। টেলিপাড়ার ভেতরের খবর বলছে দিতিপ্রিয়ার চরিত্রে চাহিদা পূরণ করা সহজ ছিল না সেখানে শিরিনকে যথাযথ মনে করেছেন তারা। তাই চারজনের মধ্যে শিরিনকে অপর্ণা হিসাবে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর বলছে, নির্মাতাদের এই মেগা নিয়ে অনেক পরিকল্পনা আছে। মাত্র কয়েকদিনের জন্য হলে নতুন নায়িকাকে আনা হত না।

গোটা টিম একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়ার। আর যেকোনো ধারাবাহিক নির্ভর করবে টিআরপি উপর। টিআরপি শেষ কথা, টিআরপি পেলে এই মেগা এখনই বন্ধ হওয়ার কোনও সম্ভবনা নেই। কারণ কোনও জনপ্রিয় ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ করতে চাইবেন না কর্তৃপক্ষ। এদিকে নতুন নায়িকা আগমনে টিআরপিতে ভাটা পড়েনি খুশি সকলে।

অন্যদিকে আনন্দবাজার এক সাক্ষাৎকারে অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন এই ধারাবাহিক কোনও ভাবেই বন্ধ হচ্ছে না। তাই বলাই যায়, টিআরপি থাকলে আর্য-অপর্ণা’র জার্নিও হবে লম্বা রেসের ঘোড়া।