বাংলা সিরিয়ালে কিছু এমন আইকনিক চরিত্র রয়েছে যা আজীবন মনে রয়ে যাবে। সেরকমই একটি চরিত্র হল ‘বাহামনি’। ইষ্টিকুটুম ধারাবাহিকে বাহামনি অর্থাৎ রণিতা দাসের অভিনয় আজও মানুষ ভুলতে পারেনি। তাই তো রাস্তা ঘাটে রণিতাকে আজও বাহা বলে মানুষ ডেকে থাকেন।
‘ইষ্টিকুটুম’ এর দীর্ঘ ১০ বছর পর বাহা হয়েই ছোটপর্দায় ফিরেছে রণিতা। তবে অন্যভাবে। একটি মজার শো নিয়ে। কিন্তু দর্শকের মন যে কিছুতেই মানে না। অভিনেত্রীকে আবারও মেগা সিরিয়ালে ফিরে পেতে চান তারা। তবে রণিতা কি আর মেগা সিরিয়ালে ফিরবে?
সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে দর্শকের সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। স্পষ্ট কিছু না বললেও যেন দর্শকদের কোনও সুখবরের ইঙ্গিত দিলেন রণিতা। হাসি ভরা মুখে অভিনেত্রী বলেন, “এটা তো বলতে পারব না তবে তোমাদের জন্য কিছু একটা খবর খুব শীঘ্রই আসছে বাকিটা পরে বলবো।” তাহলে কি বাংলা সিরিয়ালে ফেরারই ইঙ্গিত দিলেন রণিতা। এখন শুধু সময়ের অপেক্ষায়।