মীরার ষড়যন্ত্রে কি ভেস্তে যাবে আর্য-অপর্ণার বিয়ে? কোন দিকে মোড় নিতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের গল্প?

চিরদিনই তুমি যে আমার

অভিনেতা জিতু কমল অসুস্থ। স্বাভাবিকভাবেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের গল্প পরিবর্তন। ধারাবাহিকে সবেমাত্র শুরু হয়েছিল আর্য আর অপর্ণার বিয়ের ট্র্যাক। যা দেখার জন্য বহুদিন ধরেই দর্শক অপেক্ষায় ছিলেন।

নায়ক-নায়িকা’র বিয়ে যে বেশ ধুমধাম করেই আয়োজন হবে তা বোঝাই যাচ্ছিল ট্র্যাক দেখে। তবে আচমকাই নায়কের অসুস্থতায় গল্পের ট্র্যাক চেঞ্জ করতে বাধ্য হয় লেখিকা। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাজনন্দিনীর ভর পড়ে অপর্ণার মধ্যে। এদিকে আর্য অপর্ণাকে যেখানে দেখা করতে বলে সেই রাজ বাড়ি আগুনে পুড়ে যায়। আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে পুলিশ এসে জানায় আর্য সিংহ রায়ের মতোই দেখতে বডি পাওয়া গেছে। যা শুনে কান্নায় ভেঙে পরে অপর্ণা সহ মীরা, রাকলক্ষ্মী দেবী, অর্করা। এই পরিস্থিতির সুযোগ কি নেবে মীরা? এমনিতে অপর্ণার বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে কি আর্যের মৃত্যুর জন্য অপর্ণাকে দায়ী করবে মীরা? মীরার জন্যই কি ভেস্তে যাবে আর্য-অপর্ণার বিয়ে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।

এদিকে সূত্রের খবর, এখন অনেকটাই স্থিতিশীল জিতু। সব ঠিক থাকলে কাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে পুরোটাই অভিনেতার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে। এদিকে জিতু নাকি শুটিং সেটে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে। ছাড়া পেলেই শুটিং সেটে যেতে চান অভিনেতা। অর্থাৎ আর্যকে আবার পর্দায় দেখতে খুব বেশি আর অপেক্ষা করতে হবে না দর্শকদের।