বাংলা সিরিয়ালে কি আর ফিরবেন অর্জুন? জানালেন স্বয়ং অভিনেতা

অভিনেতা অর্জুন চক্র

অভিনেতা অর্জুন চক্রবর্তী যাকে বাংলা সিরিয়ালের শেষবারের মতো দেখা যায় স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা আর অর্জুনের জুটি দর্শকমহলে ভালো জনপ্রিয়তা পেয়েছিল। তবে সূর্য-দীপা মিল হওয়ার পর অর্জুনের পার্ট শেষ হয়ে যায় গল্পে।

অনুরাগের ছোঁয়া ধারাবাহিক প্রথম নয়, এর আগেও ছোটপর্দায় কাজ করেছেন অর্জুন। বলা যায়, অভিনেতার শুরুটা ছোটপর্দার হাত ধরেই। গানের ওপারে, জামাই রাজা র মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

বর্তমানে তিনি ব্যস্ত বড়পর্দার কাজ নিয়ে। শোনা যাচ্ছে, একটি হিন্দি সিরিয়ালে নাকি তিনি সুযোগও পেয়েছেন যদিও তিনি এই নিয়ে মুখ খোলেননি। তাহলে কি আর বাংলা সিরিয়ালে দেখা যাবে না অর্জুনকে? বহু বছর পর দর্শক তাকে ছোটপর্দায় ফিরে পেয়েছিলেন।

ছোটপর্দায় ফেরার কি প্ল্যান রয়েছে অভিনেতার? এই নিয়েই এবার এবিপি লাইভে মুখ খুললেন অর্জুন। অভিনেতা বলেন,  ‘অবশ্যই। আমার যে কোনও মাধ্যমেই অভিনয় করতে ভাল লাগে। আগেও যে মাধ্যমেই সুযোগ পেয়েছি অভিনয় করেছি। ভবিষ্যৎ-এও করব। আমি সব মাধ্যমের জন্যই রয়েছি।’