সম্প্রতি ২০০ পর্ব পেরোতেই টানটান উত্তেজনা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে। আর্য সিংহ রায় নাকি হিন্দোল, কার সাথে বিয়ে হবে অপর্ণার? আপাতত এই নিয়ে দর্শকমনে বড়ই সংশয়।
অপর্ণার বিপরীতে ডাক্তার হিন্দোল মিত্রকে কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক। এদিকে আর্য-অপর্ণার সম্পর্ক মেনে না নেওয়ার জন্য রোষের মুখে ‘অপর্ণা’র পর্দার মা-বাবা। অনিচ্ছা সত্বেই হিন্দোলের সাথে বিয়েতে রাজি হয়েছে অপর্না। সম্পর্কের এই টানাপড়েন থেকে কি বেরিয়ে আসতে পারবে অপর্না?
দর্শকের অনুমান, হিন্দোলের সঙ্গে বিয়ে ভেঙে যাবে অপর্ণার। আর্য ওরফে জীতু কমলের সঙ্গেই শেষ পর্যন্ত বিয়ে হবে তার। এমনকি বিয়ে ভাঙার কারণ নিয়েও কিছু দর্শকের দাবি, হিন্দোলের নাকি আগে একটা বিয়ে ছিল। সেই বিয়ে লুকিয়ে অপর্ণাকে ফাঁদে ফেলেছিল সে। বিয়ের আসরে প্রথম বৌকে নিয়ে আসবে আর্য।
আবার কিছু দর্শকের দাবি, অপর্ণা নাকি আর্যর সন্তানের মা! এ কথা প্রকাশ্যে আসতেই ভেস্তে যাবে বিয়ে।
ধারাবাহিক ঘিরে দর্শকের জোর গুঞ্জনের মাঝেই আনন্দবাজার ডট কম এর সাক্ষাৎকারে মুখ খুললেন অপর্ণার ‘মা’ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “দুটোর কোনওটাই মনে ধরল না! তা ছাড়া, এরকম কোনও কারণের জন্য বিয়ে ভাঙবে না।” তাহলে কি হিন্দোলকেই মেনে নেবে অপর্না? সেটা ধারাবাহিক বলবে, জানিয়েছেন সুচন্দ্রা।