
টিআরপি’র তালিকায় ক্রমশই নম্বর বাড়ছে জি-বাংলার মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য আর অপর্ণার প্রেম কাহিনীতে রীতিমত মুগ্ধ হয়ে পরছেন সিরিয়ালপ্রেমীরা। ধীরে ধীরে দর্শকের সংখ্যাও বাড়ছে। টিভির চেয়ে এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি ওটিটিতে।
ধারাবাহিকের বর্তমান এপিসোডে দেখানো হয়েছে রাজনন্দিনীর শাড়ির ব্যবসায় বিপুল সাফল্য আর অবশ্যই সবটাই অপর্ণা বসুর জন্য। অপর্ণাকে নিয়ে গর্বে বুক ফুলে উঠছে আর্যের। নিজের মায়ের কাছ থেকে রাজনন্দিনীর শাড়ি চেয়ে নেয় অপর্ণাকে উপহার দেওয়ার জন্য।
আজকের পর্বে দেখা যাবে রাজনন্দীর শাড়ির সাফল্যের প্রোগামে মায়ের সাথে অপর্ণার পরিচয় করিয়ে দেবে সে। ধীরে ধীরে আর্য আর অপু কাছাকাছি আসতে শুরু করেছে। তবে এসবের মধ্যেই গল্পে দেখানো হয় মীরার মা অসুস্থ, তার মা চায় মেয়ের জীবনে কেউ আসুক। কিন্তু মীরা মনে মনে বলে সে আর্যকে মন দিয়ে ফেলেছে তাই তার পক্ষে অন্য কাউকে মন দেওয়া সম্ভব নয়।
তবে কি হতে চলেছে আগামীদিনে। ধারাবাহিকের নতুন ট্রাকে কি আসতে চলেছে ত্রিকোণ প্রেমের গল্প। মীরা কি এবার আর্য আর অপর্ণার সম্পর্ক ভাঙতে নিজেকেই তুরুপের তাস বানাবে?
তেলেগু এবং মারাঠি ধারাবাহিক থেকে চিরদিনই তুমি যে আমার এর গল্প অনেকটাই সরে আসলেও কিছুটা ট্র্যাক মারাঠি আর তেলেগু’র পথে চলছে। সেই সূত্র ধরেই, ধারাবাহিকে এরপর দেখানো হবে মীরার মা মারা যাবে। স্বাভাবিকভাবেই বন্ধু হিসাবে মীরার কাছে ছুটে যাবে আর্য। তাকে মানসিক ভাবে সাপোর্ট দিতে মীরার পাশে থাকবে আর্য। আর এর সুযোগ কিন্তু হাতছাড়া করবে না মীরা। মীরা আর আর্যের কাছাকাছি আসা থেকেই ঈর্ষা গড়ে উঠবে অপর্ণার মনে?
তেলেগু ধারাবাহিকের অনুযায়ী, মীরার বাড়িতে আর্য আর মীরা ছবি দেখতে পারবে অপর্ণা, এমনকি মীর আর্যকে প্রেমের প্রস্তাব দেবে সেটাও জেনে যাবে সে। তাহলে কি অভিমান করেই আবার আর্য’র থেকে দূরে চলে যাবে অপর্ণা? সেটা তো জানা যাবে গল্পের আগামীদিনে।