২ মাস আগেই ছোট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। যিনি তেঁতুলপাতায় শেষবারের মতো কাজ করেছিলেন। সন্তান জন্মের পর থেকে আপাতত পর্দা থেকে দূরে রয়েছেন।
ডেলিভারির থেকে সন্তান জন্ম পুরোটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার স্বামী সুদীপ সরকারের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদতে দেখা গিয়েছিল। আপাতত ছোট মেয়েকে নিয়েই দিনরাত কাটছে অনিন্দিতা আর সুদীপের।
জন্মের পর থেকে এক্ররত্তির কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি অনিন্দিতা। কিছুদিন আগে অভিনেত্রী শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল সকলকে দোলনার পাশে বসে তাকে গান শোনাচ্ছেন।
এবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করলেন । ছবিতে দেখা যাচ্ছে অনিন্দিতার ছোট্ট কন্যার বেবিকটের পাশে ক্যামেরা দাঁড়িয়ে রয়েছেন ফটোগ্রাফার। ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দেন, ‘ভাইয়ের নতুন মডেলকে খুব তাড়াতাড়ি দেখা যাবে।’
আসলে মেয়েকে মডেল হিসাবে আখ্যা দিয়েছেন অনিন্দিতা। বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই মেয়েকে সামনে আনতে চলেছেন অভিনেত্রী।