শুরুর প্রথমদিন থেকেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়ে এসেছে জি-বাংলার মেগা ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। শ্যামলী আর অনিকেতের জুটি খুব অল্প দিনের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। তবে অনন্যার সাথে অনিকেতের বিয়ের পর থেকেই এই ধারাবাহিক থেকে দর্শকের মন একটু একটু করে সরছে।
দর্শকের কথা মাথায় রেখেই আবার ধারাবাহিকের গল্পে নতুন চমক আনা হচ্ছে। এবার অনিকেতের এক্সিডেন্টেই কি ঘুরবে গল্পের কাহিনী। ধারাবাহিকে দেখা যাবে অরুনাভ অনন্যাকে মারার জন্য তার গাড়ির ব্রেক ফেল করে দেয়।
এদিকে দুর্ভাগ্যবশত, এদিন অনন্যা নয়, বরং অনন্যা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অনিকেত। রাস্তায় ব্রেক হয়ে বড় এক্সিডেন্ট হয়। মারা যাবে অনিকেত? নাকি এক্সিডেন্টের সূত্র ধরেই মিল হবে শ্যামলী আর অনিকেতের? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীপর্বে।