নতুন ধারাবাহিকের জন্য সত্যিই কি বন্ধ হয়ে যাবে আনন্দী? সামনে এলো আসল সত্য

আনন্দী

দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ সময় সামনে আসার পর অবাক হচ্ছেন দর্শকেরা। এমনটা হবে কল্পনা করতে পারেননি কেউ।

নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আনা হয়েছে অন্বেষা হাজরার অভিনীত ‘আনন্দী’ ধারাবাহিকের জায়গায়। সময় সামনে আসতেই ক্ষোভ প্রকাশ জানায় অন্বেষার ভক্তরা। পর্দায় আর দেখা যাবে না অন্বেষা-ঋত্বিকের জুটি? কারণ এই জুটিকে এত তাড়াতাড়ি হারাতে চান না তাদের ভক্তরা।

নিম ফুলের মধু

তাহলে মাত্র ৬ মাসেই কি বন্ধ হয়ে যাবে ‘আনন্দী’? চ্যানেল এখনো কিছুই ঘোষণা করেননি। তবে সূত্রের খবর, আনন্দী ধারাবাহিক বন্ধ হচ্ছে না। নিম ফুলের মধু’কে শেষ করে তার জায়গা আনা হবে আনন্দীকে। তাই বিকেল ৬টার স্লটেই আনা হবে এই মেগাকে।