বাংলা সিরিয়াল থেকে হিন্দি সিরিয়ালের নায়ক-নায়িকা হওয়া নতুন ব্যাপার নয়। এর আগে ক্রুশল অহুজা, দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়ের মত একাধিক তারকারা হিন্দি সিরিয়ালে ডেবিউ করেছেন। তাহলে কি এবার নীলের পালা?
অমরসঙ্গী ধারাবাহিক বন্ধ হওয়ার পর পরেই শহর ছেড়েছেন। তিনি জানিয়েছিলেন ড্যান্স অনুশীলন এবং অভিনয়ে নিজেকে আরও ভালো করে তৈরি করার জন্য মুম্বাইইয়ে ক্লাস নিচ্ছেন তিনি।
তবে এদিকে আচমকাই গুঞ্জন নীল নাকি হিন্দি সিরিয়ালে অভিনয় করবেন আর তার জন্যই নাকি সেখানে ট্রেনিং নিচ্ছেন। তবে সুত্রের খবর, এখনও কিছু ঠিক হয়নি। হাতে বেশ কিছুমাস সময় নিয়েছেন অভিনেতা। মুম্বইয়ে অনেক কিছু শিখছেন। সেই সঙ্গে বেশ কিছু অডিশন দিচ্ছেন।