রুবেলের জন্মদিনে এলাহি আয়োজন স্ত্রী শ্বেতার, স্ত্রীর কান্ডে আবেগপ্রবণ অভিনেতা

অভিনেতা রুবেল দাসের জন্মদিন

গতকাল অর্থাৎ ৫ ই সেপ্টেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের জন্মদিন ছিল। রুবেলের জন্মদিনে বিশেষ আয়োজন করেছিলেন স্ত্রী শ্বেতা ভট্টাচার্য। রাত ১২ টা থেকে কেক কাটার পাশাপাশি ছিল নানা রকমের খাবারের আয়োজন।

নিজের সোশ্যাল একাউন্টে ভিডিও ছবি ভাগ করে নেন শ্বেতা। রুবেল পরিবারকে সাথে নিয়েই স্বামীর জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। স্ত্রী কাছে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে আপ্লুত রুবেল।

রুবেলের জন্য ছিল প্রায় ২২-২৩ টা পদ। খুব সুন্দর ডেকোরেশনে দুপুরের টেবিলে খাবার সাজানো ছিল রুবেলের জন্য। বেলুন আর লাইট দিয়ে ডেকোরেশন করেছিলেন শ্বেতা।  বাবা-মা, শাশুড়ি থেকে উপহার পেয়ে খুশিতে ডগমগ হয়ে পড়েন রুবেল।

ভিডিও শেয়ার করে শ্বেতা লেখেন, “শুভ জন্মদিন বর। তুমি খুব ভালো থেকো,সব সময় এই রকম হাসি খুশি থেকো,জীবনে অনেক সাফল্য আসুক তোমার। আর তোমার পাশে আমি থাকবো সারাজীবন। ভালোবাসি আর সারাজীবন ভালোবেসে আগলে রাখব তোমায়।  আমি সত্যিই পৃথিবীর সব থেকে ধনী নারী কারণ তোমার একটা সুন্দর মন রয়েছে।”