‘অভিষেক আর নেই…’, বিয়ের ১৭ বছর পার, বিবাহবার্ষিকীতে প্রয়াত স্বামীর জন্য মন খারাপ স্ত্রী সংযুক্তা’র

সংযুক্তা চট্টোপাধ্যায়

২০০৮ সালের ৯ জুলাই একসাথে পথচলা শুরু করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ও সংযুক্তা চট্টোপাধ্যায়। এরপর ২০২২ সালের ২৪ মার্চ না ফেরার দেশে পাড়ি দেন অভিষেক। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন অভিনেতা। দুনিয়া ছেড়ে চলে গিয়ে আজও কোথাও তিনি স্ত্রী সংযুক্তার সর্বক্ষণের সঙ্গী হয়ে থেকে গিয়েছেন তিনি।

আজ বুধবার বিয়ের ১৭ বছর পুর্ণ হল তারকা দম্পতির। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে তাদের বিয়ের সুন্দর মুহূর্তের কিছু ছবি পোস্ট করে আবেগে ভাসলেন সংযুক্তা।

অভিষেকের চলে যাওয়ার পরেও এ দিনটা অন্য বছরগুলোর মতোই পালন করতেন সংযুক্তা। এই বছর কী ভাবে উদ্‌যাপন করবেন এই বিশেষ দিন? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে সংযুক্তা বলেন,

সংযুক্তা চট্টোপাধ্যায়‘প্রতি বছরই এই দিনে আমি ছুটি নিই। অভি (অভিষেক) যখন ছিল তখন ভাল কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করতাম। এখনও খেতে যাই আমি আর ডলু (সাইনা)। এই বছর অফিস থেকে ছুটি পেলাম না। খুব কাজের চাপ। কিন্তু ১১ জুলাই অর্থাৎ আমাদের যে দিন বৌভাত হয়েছিল, সে দিন ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার।’

এই বিশেষ দিনে অভিষেকের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা আরও বেশি করে মনে পড়ে সংযুক্তার। সংযুক্তার কথায়, ‘মনে পড়ে পরস্পরের সঙ্গে একান্তে কথা বলা, জড়িয়ে ধরা। যে স্বপ্নগুলো একসঙ্গে দেখেছিলাম সেগুলোই মনে পড়ে। ভগবানের কৃপায় আমি কখনও অভিষেকের অনুপস্থিতি অনুভবই করতে পারি না। বরং সব সময় মনে হয় ও আমাদের চারপাশেই রয়েছে।’