‘নিম ফুলের মধু’র শেষদিনে কেন দেখা গেল না ছোটকা-ছোটকাকি’কে? মুখ খুললেন ‘ছোটকা’ প্রসূন গায়েন

নিম ফুলের মধু

গত ২৮ ফেব্রুয়ারি,শুক্রবার ছিল জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’র শেষ শুটিং। এদিন বিদায় বেলায় পরিবারের সকলে মিলে আয়োজিত হয়েছিল ভুরিভোজ। যেখানে উপস্থিত ছিল সৃজন-পর্ণা, বাবুর মা সহ পরিবারের বাকিরা, শুধু দেখা মেলেনি ছোটকা ও ছোটকাকির।

সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে আক্ষেপ জানায় এক অনুরাগী। ‘Eso Serial Dekhi’ (এসো সিরিয়াল দেখি) নামে একটি ফেসবুক পেজে ধারাবাহিক শেষের দিনে পরিবারের সকলের একসঙ্গে ভুরিভোজের ছবি ও পাশে ছোটকা-ছোটকাকি’র ছবি দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা, ‘শেষদিনে সবাই এলো, শুধু এই দু’জন ছাড়া’, ‘ক্ষমা করে দিও ছোটকা-ছোটকাকি’।

সেইসাথে লম্বা পোস্ট জুড়ে প্রশ্ন তোলা হয়, যারা প্রায় ৫০০ এপিসোড একসাথে ছিল, তারা কি এইটুকু সম্মানও ডিসার্ভ করতো না.? এই বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে ছোটকা ওরফে অভিনেতা প্রসূন গায়েনের সঙ্গে যোগাযোগ করা হলে, প্রসূন বলেন, ‘না, না, কোথায় লেখা হয়েছে এইসব? আমাকে ওদের সিরিয়ালের ইপি আগেরদিন ফোন করেছিলেন।’

‘জিগ্গেস করেন, প্রসূনদা তুমি কি সেটে আসবে? আমি তখন বললাম, কেন আমি তো এখন আর নিম ফুলে নেই। তখন বলল, যে আমাদের র‌্যাপ-আপ হচ্ছে। তাই তুমি এলে ভালো হয়। কিন্তু আমি যেতে পারিনি। যেতে যে পারব না, সেটাও ওদের জানিয়েছিলাম। বলি আমি একটা আসলে সিনেমার কাজে রয়েছি। তাই আমন্ত্রণ পাইনি, এই কথাটা ঠিক না। আমাকে ডাকা হয়েছিল।’

তবে স্বল্পবিস্তর হলেও নিম ফুলের মধু’র উপর ক্ষোভ থেকেই প্রসূন বলেন, ‘আসলে আমার একটা খারাপ লাগে আছে। হঠাৎ করেই আমাকে কোনওকিছু না জানিয়ে আমার চরিত্রটি বাদ দেওয়া হয়। কেন হয়েছিল তা আজও জানি না, তবে আমাকে একবার জানানো উচিত ছিল’।