বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক গুলিতে নতুন নতুন চমক আনতে বেশ কয়েকবছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধারাবাহিকের গল্প। আর সেই তালিকায় আছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গল্প বেশ কয়েকবছরের লিপ নেওয়ায় মুখ বদল হচ্ছে ধারাবাহিকের চরিত্রেও। এক্ষেত্রেও অন্যথা হয়নি।
একসময় জি বাংলার আরও এক ধারাবাহিক ‘ভানুমতির খেল’ এ নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রেয়সী রায়। এরপর আর পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। দীর্ঘ কয়েক বছর আবারও তাকে পর্দায় দেখা যাবে এমনটাই কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছিল।
মাঝে জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর মেয়ে ‘দুর্গা’র চরিত্রে ফিরতে চলেছেন শ্রেয়সী। এমনটাই জানা গেছিল। তবে সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই সবটা পরিস্কার দর্শকের কাছে। জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেই দেখা যাচ্ছে। । অর্থাৎ অঙ্কিতার ডবল রোল হতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকে।
কিন্তু আচমকাই কেন বাদ পরলেন শ্রেয়সী? যদিও অভিনেত্রীকে কেন বাদ দেওয়া হল তা নিয়ে কিছুই জানা যায়নি।