এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিক। ধারাবাহিকটি সেভাবে দর্শকমহলে সাড়া ফেলতে না পারলেও তিতলি হিসাবে অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীকে হয়ত অনেকেরই মনে আছে। এক বছরের মাথাতেই শেষ হয়ে যায় ধারাবাহিক। তবে এখানেই শেষ নয় ‘সাহেবের চিঠি’, ‘গ্রামের রানী বীণাপাণি’ র মত একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ধারাবাহিকের মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মধুপ্রিয়া কে। এই মুহূর্তে ‘তোমাদের রাণী’ ধারাবাহিকে রাণীর বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন তিতলি ওরফে মধুপ্রিয়া।
একসময় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেই পথচলা শুরু হয়েছিল অভিনেত্রীর। আচমকাই মুখ্য চরিত্র থেকে সাইড রোলে অভিনয়ের কারণ কি? তাহলে কি হঠাৎই ওজন বেড়ে যাওয়ার কারণেই লিড রোল থেকে বাদ পড়ছেন অভিনেত্রী।
সম্প্রতি এই প্রসঙ্গে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন মধুপ্রিয়া চৌধুরী। অভিনেত্রী জানান, “আমি যে শুধুই লিড রোলে অভিনয় করতে এসেছি এমনটাও তো নয়। আমি অভিনেত্রী হতে চেয়েছি। তাই আমি নিজেই নেগেটিভ এবং পার্শ্বচরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছি।”
তিনি আরও বলেন, “তার ওজন বেড়েছে, এটা তো ঠিক কথাই। আর নায়িকা হতে গেলে রোগা হতে হবে সেটাও সত্যি।” মধুপ্রিয়া জানান, তার গ্যাসট্রিক আলসারের সমস্যা রয়েছে। এমনকি ইনসমিয়া অর্থাৎ রাতে ঘুম না আসার সমস্যা রয়েছে। আর সেই কারণেই তার ওজন বেড়েছে।
শুধু তাই নয়, অভিনেত্রী খেতেও খুব ভালবাসেন তবে অতিমাত্রায় নয়। তার মতে, শুধু বাংলায় নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে আইক্যান্ডি হতে হয়। যার জন্য শরীরকে ফিটনেস রাখাটাও জরুরি। যদিও সকলে তো আর অপরাজিতা আঢ্যর হতে পারেন না, এমনটাই মনোভাব প্রকাশ করেছেন মধুপ্রিয়া।