স্টার জলসার ‘রাঙামাটির তিরন্দাজ’ ধারাবাহিকটি করার কথা ছিল অভিনেত্রী অভিকা মালাকার। যিনি ‘তোমাদের রানী’ ধারাবাহিকে রানী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এই ধারাবাহিক থেকেই পর্দায় ডেবিউ করেছিলেন রানী ওরফে অভিকা।
‘তোমাদের রানী’ শেষ হওয়ার পরেই অভিনেতা নীলাঙ্কুরের বিপরীতে ‘রাঙামাটির তিরন্দাজ’ ধারাবাহিকের জন্য তাকে নায়িকা হিসাবে কাস্ট করা হয়েছিল। তবে ধারাবাহিকের প্রোমো বেরাতেই অবাক হয়ে যান সকলে। অভিকাকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়া হয় ধারাবাহিকে। কিন্তু কেন?
‘রাঙামাটির তিরন্দাজ’ ধারাবাহিকের জায়গায় নেয় মনীষা মণ্ডল। কেন সিরিয়াল থেকে বাদ পড়লেন অভিনেত্রী? অবশেষে নিজেই এক সাক্ষাৎকারে আসল কারণ জানালেন ছোটপর্দার রানী।
আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে অভিকা জানিয়েছেন, “গ্রামবাংলার একজন তিরন্দাজকে নিয়ে গল্প। তার চলন-বলন, সবই আলাদা। আগের ধারাবাহিকে আমি শহুরে মেয়ে, পেশায় চিকিৎসক। নিজেকে আমূল বদলাতে আমায় বাড়তি প্রশিক্ষণ নিতে হত। যার জন্য আমিই পিছিয়ে গিয়েছি।”
অভিনেত্রী আরও জানিয়েছেন, “সদ্য তাঁর আগের ধারাবাহিক শেষ হয়েছে। একটু বিরতি না নিয়ে সঙ্গে সঙ্গে আর একটি চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে কঠিন। কারণ, তিনি বাকিদের মতো পোড়খাওয়া অভিনেত্রী নন, ঝুলিতে মাত্র একটি ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া, পড়াশোনাও শুরু করেছেন আবার। সর্বাগ্রে সেই পর্ব শেষ করতে চান।”