বন্ধ করা হল ভিক্টোরিয়া, জাদুঘর, সায়েন্স সিটি। কারণ সেই নভেল করোনা। ভাইরাস ছড়িয়ে পড়ছে সর্বত্র। ধারণ করছে বিশাল আকার। জারি চলচ্ছে সতর্কতা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস। সেই অনুযায়ী কলকাতায় সতর্কতায় কিছুদিনের জন্য আপাতত বন্ধ রাখা হল ভিক্টোরিয়া, জাদুঘর, সায়েন্স সিটি।
জনসমাগম এড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রক একটি পদক্ষেপ জারি করে। আর সেই মতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ও জাদুঘর কর্তৃপক্ষ থেকে জানানো হয় আজ থেকে বন্ধ করে দেওয়া হবে এই স্থানগুলি এবং পরিস্থিতি অনুযায়ী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে এই স্থানগুলি। ৩১ শে মার্চ এর পরে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সিধান্ত গ্রহণ করা হবে।
ভিক্টোরিয়ার কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত জানান, ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর আমাদের এই স্থানে প্রচুর দর্শক আসেন। ভাইরাসের সচেতনতার জন্য জনগণের সর্তকতায় আমরা কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ ভবনে ১৩ ই মার্চ চিঠি দিই। কেন্দ্রীয় মন্ত্রক কাছ থেকে অনুমতি পেয়েছি এবং আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হছে ভিক্টোরিয়া। তবে ভিক্টোরিয়ার কর্তৃপক্ষের সূত্র থেকে জানা যায় মেমোরিয়াল উদ্যানটি আপাতত খোলা থাকছে। তবে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যদি মনে করা হয় সেটিও বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন>>
- ১৫ ই এপ্রিল লঞ্চ করছে ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো
- দিল্লিতে ৬৮ বছরের মহিলার প্রাণ কাড়ল করোনাভাইরাস
- ইয়েস ব্যাংক নিষেধাজ্ঞা তোলা হবে ১৮ ই মার্চ
ভারতীয় জাদুঘরের পরিচালক ইনচার্জ অরিজিৎ দত্ত চৌধুরী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রক জনসমাগম এড়ানোর জন্য যে পরামর্শ জারি করেছেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিধান্ত নিয়েছি।
ভিক্টোরিয়া, জাদুঘর, সায়েন্স সিটির পাশাপাশি আজ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। তবে খোলা থাকছে আলিপুর চিড়িয়াখানা, এমনি জানানো হয়েছে সেন্ট্রাল জ়ু অথরিটি পক্ষ থেকে। তাদের তরফ থেকে জানানো হয়েছে বিদেশি পর্যাটক যাতে প্রবেশ করতে না পারে আমরা সেদিকে নজর রাখছি। এবং আমরা সচেতন হয়ে চলছি। পশুর খাঁচা ও বাইরের গেটে জীবাণুনাশক স্প্রে করা হছে।
অপরদিকে আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক গার্ডেনটি আপাতত খোলা রাখা হয়েছে। বাগানের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও পর্যন্ত কোন নোটিশ পায়নি। তারা অপেক্ষায় রয়েছে। মন্ত্রক কাছ থেকে নির্দেশ পেলে বাগানটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান।
[“সূত্রঃ- telegraphindia.com“]