সিরিয়ালের হিরো হওয়ার স্বপ্ন থাকলেও খলচরিত্র কেন? মুখ খুললেন স্বয়ং উৎসব ওরফে অভিনেতা অর্ক চক্রবর্তী

অভিনেতা অর্ক চক্রবর্তী

অভিনেতা অর্ক চক্রবর্তী, বাংলা টেলিভিশনে এই মুহূর্তে উৎসব নামেই পরিচিত। জগদ্ধাত্রী ধারাবাহিকে ভিলেন চরিত্রেই দর্শকের মন জিতেছেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও উৎসব চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন।

অভিনেতার বাবা টেলিভিশন জগতের একজন পরিচিত লেখক। বাবা লেখক হলেও বাবার সাহায্য, নিজের প্রতিভায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অর্ক। উৎসব চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ লাকি তিনি।

তবে নিজেকে পর্দার হিরো ভাবলেও বাস্তবে কেন খলচরিত্রে অভিনয় করছেন অভিনেতা? খলচরিত্রে অভিনয় নিয়ে টলিউড ফোকাস কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছোটপর্দার উৎসব জানান, “আমি সেভাবে ভাবেনি নেগেটিভ করবো না পজেটিভ তবে হ্যাঁ, হিরো হওয়ার স্বপ্ন তো ছিল আমার। তবে যখন চরিত্রটা পাই সেটা পজেটিভ না নেগেটিভ এত ভাবিনি। তখন মাথায় ছিল এত বড় চরিত্র সুযোগ পেয়েছি তখন যতরকম ভাবে প্রচেষ্টা হয় করেছি এগিয়ে নিয়ে যাওয়ার।”

খলচরিত্র করলে টাইপকাস্ট হওয়ার ভয় থাকে না? এই প্রসঙ্গে অর্ক জানান, “কাজ করতে এসে ভয় করলে চলবে না। আর নেগেটিভ চরিত্র করলেই নেগেটিভ চরিত্র পাব কিনা সেটা আমাদের হাতে থাকে না সেটা কাস্টিংয়ের উপর থাকে। তবে যেই চরিত্রে সুযোগ পাব সেটা নিজের সেরা দেওয়ার চেষ্টা করি।”

অভিনেতা জানান, জগদ্ধাত্রী করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন। এই ধারাবাহিক সাউথ আফ্রিকাতে টেলিকাস্ট হয় । সেখান থেকে মানুষ ১০০০ পর্বে গান করে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। এইটুকু বুঝেছিলাম এটা অনেক দূরের ঘোড়া, সেটা এখনো দৌড়াচ্ছে।