অভিনেত্রী শ্রুতি দাস বর্তমানে টেলিভিশন জগতের এক জনপ্রিয় তারকা। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিল এই মেয়েটি। প্রথম ধারাবাহিকেই তার অভিনয় দর্শকের মনে ধরে। এরপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়া চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করে ধরে রাখতে পেরেছেন। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ প্রশংসিত শ্রুতি। তার অন্যতম কারণ তার ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে লড়াকু মেয়ে অভিনেত্রী শ্রুতি দাস। সামনে বলার সৎ সাহস রাখতে জানে। নারীদের বিরুদ্ধে কোনও অন্যায় মেনে নিতে পক্ষপাতী নন তিনি। এর জন্যই তার অনুরাগীরা তাকে শ্রদ্ধা করেন।
নিজের গায়ের রং নিয়ে নিন্দুকের কাছে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন। কিন্তু চুপ করে বসে ছিলেন না তিনি। তার প্রতিবাদ জানাতে পুলিশে অভিযোগ জানান। সেই সময় শিরোনামে এসেছিলেন অভিনেত্রী।
ফের আরও একবার শিরোনামের পাতায় অভিনেত্রী শ্রুতি দাস। না এবার কোনও অন্যায় প্রতিবাদের জন্য নয় বরং সমাজের প্রথা ভাঙায়। কি এমন প্রথা ভাঙলেন শ্রুতি? আসলে বহুকাল ধরে আমাদের সমাজের প্রথা হল বাচ্চাদের অন্নপ্রাশনে প্রথম মুখে ভাত তুলে দেন তার মামা। এটা শুভ লক্ষণ বলে ধরা হয়। এই প্রথায় সমর্থন নয় ‘দেশের মাটি’র অভিনেত্রী। বাচ্চা হওয়ার পর থেকে নারীরা বিশেষত বাচ্চা মানুষ করে। মা-মাসিরাই তাকে খাওয়ায়। তাহলে এই শুভদিনে সেটার ব্যতিক্রম কেন? আর সেই প্রথা ভেঙ্গেই সকলকে অবাক করেন অভিনেত্রী। এবং সৎ সাহস রেখে জানান, “প্রথা ভাঙতে আমি ভালোবাসি”।
সম্প্রতি নিজের বোনপো’র অন্নপ্রাশনে মাসি হয়ে মুখে ভাত তুলে দেন শ্রুতি। সেই মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ারও করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “নিজের বোনপো কে মিমিভাত খাওয়ানোর মজাই আলাদা ❤ সাথে success ও প্রথা ভাঙার আলাদাই আনন্দ 🙂 Why always মামাভাত? মা মাসি রাই তো খাওয়ায় রোজ বাচ্চা দের, বাবা মেসো রা কদাচিৎ”। তার এই ভাবনাকে কুর্নিশ জানালেন নেটিজেনরা।
View this post on Instagram
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/shruti-das-introduced-mimi-bhat-on-social-media-12237